পাকিস্তানের পেশায়ারের ফকিরাবাদ অঞ্চলে শিশুদের স্মার্টফোন ভাড়া দেওয়ার ঘটনায় গতকাল শনিবার অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির পুলিশ বলছে, সন্দেহভাজনকারীরা শিশুদের মোবাইল ফোন ভাড়া দেওয়ার কাজে সম্পৃক্ত। এসব ফোনে অনলাইনে গেমস খেলা ও অশ্লীল ভিডিও দেখা যেত।
সম্প্রতি ওই এলাকায় শিশুদের স্মার্ট ফোন ব্যবহারের ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই দেশটির পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশ দুই দোকানে অভিযান চালিয়ে অন্তত ৪৫টি ফোন উদ্ধার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ঘণ্টায় ৬০ রুপিতে শিশুদের ফোন ভাড়া দিত দোকানদারেরা।
এ নিয়ে গতকাল তিনজন সন্দেহভাজনকারীকে গ্রেপ্তার করা হয়, এরপর তাদের দেওয়া তথ্যের বরাতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।