মিশু সাব্বির একজন অবিবাহিত সিঙ্গেল তরুণ। বিয়ের জন্য পাত্রী দেখছে ঘটক। নির্দিষ্ট সময়ে বিয়ে না করতে পারলে ছেড়ে যেতে হবে বড়লোক বাবার বাড়ি ও সম্পত্তি।
অন্যদিকে, চমকও বিদেশ থেকে এসেছেন বিয়ে করতে। দুজনই একই ম্যারেজ মিডিয়ার ঘটক শাওন মজুমদারের কাছে যান তাদের জন্য পাত্রপাত্রী খুঁজে দিতে। দুজনেই চাপ দেয়। ফলে কোনটাই সঠিকভাবে করতে পারে না শাওন। মিশু সাব্বির আর চমকের মধ্যে শুরু হয় ইগো ও আধিপত্যের দ্বন্দ্ব।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছেন নাটক ‘তুমি কেন সিঙ্গেল?’। তাজুল ইসলাম রাজীবের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমক। আরও আছেন শাওন মজুমদার, আনোয়ার হোসেন, পামির, প্রিয়ন্তি গোমেজ, শশী, বাদশাহসহ অনেকে।
নির্মাতা জানান, ‘তুমি কেনো সিঙ্গেল?’ প্রচার হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এজেড মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে।