গ্রীন ক্রাউন ইন্ডাস্ট্রি কার্যকরম শুরু

Date: 2025-10-21
news-banner
স্টাফ রিপোর্টার সাহিদুল আলম

গ্রীন ক্রাউন ইন্ডাষ্ট্রি বাংলাদেশের স্বদেশীয় কোম্পানির মধ্যে অন্যতম একটি। যা অত্যান্ত গৌরবের সাথে অসাধারণ গুনমান সম্পন্ন বিভিন্ন প্রকার বিল্ডিং নির্মান কেমিক্যাল তৈরি করে আসছে। এই কেমিক্যালসমূহ ব্যবহারের মাধ্যমে স্থাপনার দীর্ঘস্থায়ীত্ব, শক্তি বৃদ্ধি, ওয়াটারপ্রুফিং, ড্যামপ্রুফিং, লবনাক্ততারোধ, তাপনিরোধ, জলছাপ, মরিচারোধ, লিকেজরোধ, পোকামাকড় নিবারনসহ বিভিন্ন প্রকার কার্যকরী। অভিজ্ঞ কেমিষ্টদের তত্ত্বাবধানে ও উন্নত প্রযুক্তিতে উৎপাদিত পন্যসমূহ স্থাপত্য শিল্পে বিশ্বস্ততা ও আস্থার সাথে নির্ভাবনায় ব্যবহার উপযোগি। আমাদের পন্যসমূহ পরিবেশ বান্ধব ও গুনগত মানসম্পন্ন যা অনুমোদনকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিক্ষিত।

Leave Your Comments