রাজধানীতে কাভার্টভ্যানের ধাক্কায় মো. আবু হানিফ (২৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাড্ডায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ। তিনি বলেন, দুপুরে সাতারকুল রোড মেরুল এলাকায় ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় কাডাটভ্যানটি জব্দ করা হয়েছে । চালক পলাতক রয়েছে। বর্তমানে মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত আবু হানিফ বগুড়া জেলার ধনুট উপজেলার বাসিন্দা। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে উত্তর বাড্ডা জিএম বাড়ি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।