প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করতে দেখা যায়।
প্রতিনিধি দলটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম ও রফিকুল ইসলাম খান।
বৈঠকে জুলাই সনদ ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।