এখন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রধান খবর হয়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Date: 2025-10-08
news-banner
হাসিনা পালানোর পর থেকে তারা জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় আসা ঠেকানোর মহাপরিকল্পনায় ‘তারেক দেশে ফিরবে না’ প্রচারণায় নামে। ভারতের নাচের পুতুল হাসিনা পালানোর এক বছর পার হলেও তারেক রহমান দেশে না ফেরায় তাদের অপপ্রচারের উদ্যোম আরো বেড়ে যায়।
তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন’। সত্যিই তারেক রহমান দেশে ফিরছেন এটা নিশ্চিত হওয়ায় আওয়ামী লীগের অলিগার্ক ‘তারেক রহমান ফিরবে না’ অপপ্রচারকারীরাও ১৮০ ডিগ্রি ঘুরে সুর বদল করেছেন।

অপ্রিয় হলেও সত্য যে, ডান-বামসহ নানান স্রোতে প্রবাহিত দেশের রাজনীতির গতিধারার মধ্যে তারেক রহমানের মতো সর্বমহলে গ্রহণযোগ্য এবং নেতা বর্তমানে নেই। মার্কিনপন্থি, ভারতপন্থি, চীনপন্থি, পাকিস্তানপন্থি নানান চেতনায় বিভক্তি রাজনীতিকদের মধ্যে তারেক রহমানই হচ্ছে বাংলাদেশি চেতনার পরিপূর্ণ একজন বাংলাদেশপন্থি রাজনীতিক। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইমফ্রেম চূড়ান্ত। অন্তর্বর্তী সরকার সংস্কার, জুলাই ঘোষণা, জুলাই সনদ ইত্যাদির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনে দীর্ঘদিন ধরে কাজ করছে। সব রাজনৈতিক দল বেশির ভাগ ইস্যুতে প্রায় একমত। তারপরও গণভোট, পিআর, বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে প্রচারণা চলছে। শুধু তাই নয়, পলাতক হাসিনাকে আশ্রয় দেয়া হিন্দুত্ববাদী ভারত ২৪ ঘণ্টা বাংলাদেশের ওপর শকুনি দৃষ্টি রাখছে। বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে নানা অপকা- চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় নানান খেলা খেলছে। এর মধ্যে তারেক রহমান কাউকে মাইনাস না করে এবং পক্ষপাতিত্ব না করেই বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন

Leave Your Comments