কুখ্যাত মাদক ব্যবসায়ী মিলন মিয়া পুলিশের জালে আটক

Date: 2025-10-07
news-banner
কুমিল্লার বরুড়া উপজেলায় আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া (৪৪)-কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। মঙ্গলবার  (৭ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন মিয়া আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের দক্ষিণ পাড়ার ইউনুস কাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, এএসআই (নিরস্ত্র) মোঃ ছেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন। মিলনের বিরুদ্ধে একটি সাজা গ্রেফতারি পরোয়ানা (১ বছরের সশ্রম কারাদণ্ড) এবং দুটি জিআর পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে একাধিক মাদক ও মারধরের মামলা অন্তর্ভুক্ত।

পুলিশ জানায়, মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয়রা তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন। গ্রেফতারের পর মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরুড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। তারা বলেন, “মিলনের গ্রেফতারে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। আশা করি আর কেউ যেন এভাবে এলাকায় মাদক ব্যবসা চালাতে না পারে।”


এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, "মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের কঠোর অবস্থান থাকবে।”

Leave Your Comments