বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশিষ্ট নেতা ভিপি জসিম উদ্দিনের জানাজা নামাজে শীর্ষ নেতাদের অংশগ্রহণ

Date: 2025-10-03
news-banner
সংবাদদাতা মো: তোফাজ্জল হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশিষ্ট নেতা ভিপি জসিম উদ্দিনের জানাজা নামাজে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মনিরুল হক চৌধুরী, আমিন-উর রশিদ ইয়াছিন, উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ); কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া তাহের সুমন; সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম); কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

জানাজা শেষে দলীয় কার্যালয়ে মরহুমকে শেষ শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় শোকানুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণও জানাজায় অংশগ্রহণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave Your Comments