বরুড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বেজিমারা গ্রামের মো আবদুল মান্নানের বিরুদ্ধে রুটি নিয়ে তর্কবিতর্কে স্ত্রী রতন আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায় ৬ জানুয়ারি (সোমবার) রাতে স্বামী-স্ত্রীর ভিতরে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী মান্নান স্ত্রীর শরীরে প্রচন্ড আঘাত করে। পরবর্তী রতন আক্তার অসুস্থ হয় পড়ে। ৭জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় স্ত্রী রতন আক্তার মারা যায়।
স্থানীয় মেম্বার সুমন মিয়া বলেন, রাতে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়াঝাটি ও মারপিট হয়েছে। মারপিটের কারনে স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়।
রতন আক্তারের ছোট ভাই মোহাম্মদ হাছান বলেন, আমার বোনকে প্রায় সময় মারধর করতো। গতকাল আমার বোনকে মেরে রক্তাক্ত করে ফেলে বিষয়টি নিয়ে আমি সারারাত ঘুমাতে পারি নাই। পরবর্তী বোন জামাইকে কল করলে সে আমাকে বলে তুই কে? এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী একাধিকবার কল করি কিন্তু কল রিসিভ করে নাই। আজ সকাল ১১টায় বোন মারা গেছে। আমার বোনকে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই।
রতন আক্তারের তিন ছেলে মেয়ে। একজন প্রবাসে। মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে বাড়িতে থাকে। এই বিষয়ে রতন আক্তারের ছেলেমেয়ে কেউ কথা বলতে চাই না মিডিয়াতে।
বরুড়া থানা ওসি নাজমুল হক বলেন, আমরা লাশ থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য লাশ আগামীকাল সকালে মর্গে পাঠানো হবে। তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।