সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর

Date: 2024-03-14
news-banner

খেজুরের দাম নির্ধারণের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, খুচরা বাজারে অতিসাধারণ ও নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে সরকার এক দফা খেজুরের শুল্ক-কর কমিয়েছিল। কিন্তু বাজারে শুল্ক হ্রাসের প্রভাব না থাকায় বাণিজ্য মন্ত্রণালয় দুই ধরনের খেজুরের দাম নির্ধারণ করে দেয়।

গতকাল রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মান ভেদে প্রতি কেজি জাইদি খেজুর ২৫০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। আর অতি সাধারণ ও নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে ২০০ টাকার আশপাশে। বিক্রেতারা জানান, রোজা শুরু হওয়ার অন্তত সপ্তাহখানেক আগে থেকেই বাজারে এই দুই ধরনের খেজুর মোটামুটি এমন দামে বিক্রি হচ্ছে।বাজারে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে তাঁরা যে খেজুর কিনেছেন, তার দাম বাড়তি ছিল। সরকার খুচরা বাজারের জন্য যে দাম বেঁধে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পাইকারি বাজার থেকে তার কাছাকাছি দামেই তাঁদের খেজুর কিনতে হয়েছে। ফলে সরকার নির্ধারিত দামে খেজুর বিক্রি করতে হলে তাঁরা লোকসানে পড়বেন।

Leave Your Comments