দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Date: 2023-12-30
news-banner
রাজধানীর মতিঝিলে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ডিসেম্বর-২০২৩ শনিবার সকালে দিলকুশাস্থ সংস্থার কার্যালয়ের সামনে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অন্তত ১২শ অসহায় মানুষের মাঝে কম্বল, প্রতিবন্ধীদের জন্য দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা প্রদত্ত প্রতিবন্ধী ভাতা ও পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী (নুরু) এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলের সদস্য, যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।

বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ শাহাবুদ্দিন শাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক, ভোরের পাতার মফস্বল সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, দৈনিক ঢাকা প্রতিদিনের মফস্বল সম্পাদক মোঃ রিয়াজুর রহমান রিয়াজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক, মতিঝিল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাব্বির হোসেন, মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু, মতিঝিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আহসানউল্লাহ হাসান‌, এস টিভির পরিচালক শাহ আলম সুরমা, সিএনএন বাংলার চেয়ারম্যান শাহিন আল মামুন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, বেস্ট ওয়ে গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরনবী, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মতিঝিল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মো. রাসেল সরকার, মতিঝিল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন সিকদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসম‌য় সংস্থাটির সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী বলেন, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসাই মূলত দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উদ্দেশ্য। দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিবছরই শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে এবং বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। 

করোনাকালীন দুর্যোগে আমরা মানুষের সহযোগিতায় কাজ করেছি। প্রতিবছরই প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু রেখেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাজের সামর্থ্যবানদের উচিত তাদের সাধ্যমতো অসহায় মানুষের সহযোগিতা করা। সমাজ উন্নয়নের জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবলু আহমেদ সুমন।

Leave Your Comments