দারিদ্র বিমোচনে মানুষের পাশে

Date: 2023-07-08
news-banner
 zকুমিল্লা বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর কর্মহীন লোকদের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের আওতায় সেলাইমেশিন,মটরচালিত রিকশা, দরিদ্র রোগীদের অনুদান, মসজিদ-মন্দির সহায়তা সহ বিভিন্ন  আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ ৮জুলাই ২০২৩ খ্রী. (শনিবার) বিকাল ৪টায় পয়ালগাছা ডিগ্রি কলেজ মাঠে এসকিউ ফাউন্ডেশন কর্তৃক পয়ালগাছা ইউনিয়নের নয় ওয়ার্ডে কর্মহীন ৯জন কে মোটরচালিত রিকশা, ৯জন দারিদ্র ও বিধবা মহিলাকে সেলাইমেশিন উপহার, ৯জন ক্যান্সার আক্রান্ত দরিদ্র   রোগীদের নগদ অর্থ প্রদান ও ইউনিয়নের বিভিন্ন মসজিদ নগদ অর্থ উপহার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পয়ালগাছা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জাফর আহমেদ মিয়াজী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও
 কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, পয়ালগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শান্তি রঞ্জন দাশ, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা প্রমুখ। 

সঞ্চলনা করেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন।

Leave Your Comments