বিদ্যুতের সমাধান হবে ১৫ দিনে : তথ্যমন্ত্রী

Date: 2023-06-08
news-banner
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশ্ব সমুদ্র দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন মসজিদ, মন্দিরে বাসা বাড়িতে এসি চালায়। এখন দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আছে। ১৪ বছর আগেও এগুলা ছিল না। তাহলে কি আমরা ভুল করেছি? না আমরা ভুল করিনি। এই বিদ্যুৎ অসুবিধা সাময়িক। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

 
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বড় বড় কথা বলে। তারা বিদ্যুৎ দেবে বলে খাম্বা লাগিয়েছে। কিন্তু দেয়নি। আমরা দিয়েছি বিদ্যুৎ। এখন বিশ্ব মন্দার প্রভাবে সমস্যা হচ্ছে। কিছু দিনের মধ্যেই ঠিক হবে। আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। জনগণকে ধৈর্য্য ধরার অনুরোধ করছি।

Leave Your Comments