আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে

Date: 2025-07-20
news-banner

বক্তব্য দিলেন ঐ অবস্থায়ই, বসে। নিজেকে শিশু-তরুণদের ভাই, বোনদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করলেন। 

কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন। বললেন, কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলিনা।

সভাস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সবাই তাকে ঘিরে রেখেছিল, চিকিৎসা নিতে বলছিল। বক্তব্য শেষ করতে বলছিল। না জানি কিছু হয়ে যায় আমীরে জামাতের। 

আমীরে জামাত বললেন— আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন, তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃত্যু হবেনা। আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে।

Leave Your Comments